মহিলারা সালাতে যে ভুল করে থাকেন

সালাতে অনেক বোন জেনে না জেনে একটি ভুল করে থাকেন। অনেক বোনই সালাতে পায়ের পাতা ঢাকেন না। কিন্তু হাদিসে মুখমণ্ডল আর হাতের কব্জি বাদে সমস্ত শরীর ভালোভাবে ঢাকতে বলা হয়েছে।

পায়ের পাতা ঢাকা প্রসঙ্গে বেশিরভাগ উলামা পায়ের পাতা ঢাকাকে বাধ্যতামূলক বলেছেন। অনেক আলেম বলেছেন পায়ের পাতা ইচ্ছাকৃতভাবে খোলা রাখলে সালাত শুদ্ধ হবে না।

এ সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টের লিংকগুলো অনুসরণ করুন।

শায়খ আহমাদুল্লাহ : https://youtu.be/QuMmwLNhClI

শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ : https://youtu.be/evYJnbHoZuA

ইসলামকিউএ.ইনফো : https://islamqa.info/en/answers/1046

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *