রের বাইরে একজন আদর্শ মুসলিম নারীর পোশাক কেমন হবে সেই নীতিমালা ইসলাম আমাদেরকে দিয়েছে। সেগুলো সম্পর্কে আমরা জানবো—
১. শরীরের কোনো অংশ অনাবৃত থেকে যায়— এমন পোশাক পরিধান না করা।
২. পোশাকের মাধ্যমে যেন সৌন্দর্য প্রকাশ না পায়। অর্থাৎ এমন পোশাক পরে বাইরে বের না হওয়া যাতে গায়ের মাহরাম ব্যক্তি আকৃষ্ট হয়।
৩. পোশাক অতিরিক্ত পাতলা না হওয়া যাতে বাইরে থেকে শরীর দেখা না যায়।
৪. এমন টাইটফিট পোশাক না পরা যাতে শরীরের আকৃতি বোঝা না যায়।
৫. পুরুষের পোশাকের অনুরূপ না হওয়া।
৬. কাফির মহিলার অনুসরনে পোশাক না পরা।
৭. অধিক জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ না হওয়া।
৮. শরীর কিংবা পোশাকে সুগন্ধি ব্যবহার না করা (মাহরামের সামনে ব্যাতীত)।
আদর্শ বিবাহ ও দাম্পত্য; আব্দুল হামিদ ফাইজি বই থেকে সংকলিত।